• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সিলেটে ২৮০ বস্তা ভারতীয় চিনি সহ আটক ১


সিলেট প্রতিনিধি নভেম্বর ১৫, ২০২৪, ০৯:৩২ পিএম
সিলেটে ২৮০ বস্তা ভারতীয় চিনি সহ আটক ১

সিলেট: সিলেটে ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, বিধি মোতাবেক ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। মালামালের মালিককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আটককৃত ট্রাক চালক আকবর মিয়া (৪২) সিলেট সদর উপজেলার এলাইছ মিয়ার ছেলে। আর জব্দকৃত মালামালের মালিক সিলেটের জৈন্তাপুরের শাহিন (২৪)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে পুলিশ জানতে পারে যে, সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কতিপয় ব্যক্তি ট্রাকের ভিতরে করে উপরে পাথর ও পাথরের নিচে ভারতীয় চিনি নিয়ে সিলেট শহরে যাওয়ার জন্য মুরাদপুরের দিকে আসতেছে। 

তখন শাহপরাণ (রহ.) থানা পুলিশ সুরমা বাইপাস টু মুরাদপুরগামী সড়কে উপস্থিত হয়ে চেকপোষ্ট করা শুরু করে। চেকপোষ্ট করাকালে সন্দেহজনক একটি ট্রাক আটক করে সেখানে তল্লাশি করে ট্রাকে ছোট বড় পাথরের ৫/৬ ইঞ্চি নিচে সাদা পলিথিন দ্বারা আবৃত ২৮০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। 

যার প্রতিটি বস্তার ওজন ৪৯ কেজি করে সর্বমোট ১৩ হাজার ৭২০ কেজি। যেগুলোর আনুমানিক মূল্য ১৬ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা।

এআর

Wordbridge School
Link copied!