যশোর: যশোরে দাঁড়িয়ে থাকা সরদার ট্রাভেলস নামের একটি বাসের ভেতর থেকে চালকের সহকারীর (হেলপার) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের মনিহার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ।
নিহত হেলপার বাপ্পি সরদার (২৫) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার শংকরপাশা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিহার বাসস্ট্যান্ড মোড়ে মনিরুদ্দিন তেল পাম্প থেকে তেল নিয়ে যশোর-ঢাকা মহাসড়কের পাশে বন্ধ করে অবস্থান করছিল বাসটি। গাড়িতে বাপ্পি একাই ছিল। সকালে ড্রাইভার ও সুপারভাইজার এসে বাসের দরজা দিয়ে ভেতরে তাকে মৃত অবস্থায় দেখে কোতয়ালী মডেল থানায় খবর দেন। পরে পুলিশ এসে বাপ্পির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে কোতয়ালী থানার অফিস ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, নিহত বাপ্পির পিঠে ও কোমরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। গাড়ির ভেতরে হত্যার কাজে ব্যবহৃত একটি ছুরি পাওয়া গেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
এসএস