• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

পাবলিক টয়লেটে পড়েছিলো নিখোঁজ ব্যক্তির মরদেহ


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি নভেম্বর ১৬, ২০২৪, ০৪:৪৭ পিএম
পাবলিক টয়লেটে পড়েছিলো নিখোঁজ ব্যক্তির মরদেহ

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের পাবলিক টয়লেট থেকে নুর হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় সৈকতের পর্যটন পার্ক সংলগ্ন টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নুর হোসেন খুলনার লবনচোড়া এলাকার সাতচুনিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুর হোসেন শুক্রবার সকালে কুয়াকাটায় রাস মেলায় ব্যবসার উদ্দেশ্যে আসেন। বেলা এগারোটার দিকে বন্ধু ও ব্যবসায়ী পার্টনার জসিম উদ্দিনের সঙ্গে একটি দোকানে চা খেতে বসেন নুর হোসেন। হঠাৎ তার বুক ও পেটে ব্যথা শুরু হলে সে তার বন্ধুকে টয়লেটে যাওয়ার কথা বলে নিখোঁজ হন। পরে তার স্বজনরা খুলনা থেকে রাতে কুয়াকাটায় এসে ওই টয়লেট সহ অনেক স্থানে খোজাখুজি করেও কোন খবর না পেয়ে পুলিশে অবহিত করেন। 

পরে শনিবার বিকালে এক দম্পত্তি ওই টয়লেটে প্রবেশ করে ভিতর থেকে দরজা বন্ধ দেখতে কর্তৃপক্ষকে জানালে তারা টয়লেটের উপর থেকে ওই ব্যক্তিকে পরে থাকতে দেখেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঠিক কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সেটি এখনো নিশ্চিত হয়ে বলা যাচ্ছেনা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে।

এসএস

Wordbridge School
Link copied!