• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের কর্মশালা


কুড়িগ্রাম প্রতিনিধি নভেম্বর ১৬, ২০২৪, ০৬:৪৯ পিএম
কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের কর্মশালা

কুড়িগ্রাম: কুড়িগ্রামের উত্তরের তিন উপজেলা ভুরুঙ্গামারী, নাগেশ্বরী ও ফুলবাড়ীর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কমর্রত সাংবাদিকদের নিয়ে বাল‍্য বিবাহ প্রতিরোধে দিন ব‍্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৬ নভেম্বর) সকালে নাগেশ্বরী উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। মহিদেব যুব সমাজ কল‍্যাণ সমিতির আয়োজনে প্লান ইন্টারন্যাশনাল ও আরডিআরএস বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার শিব্বির আহম্মেদ।

কর্মশালায় প্রধান আলোচক ছিলেন যমুনা টিভি ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার রংপুর ব‍্যুরো প্রধান সিনিয়র সাংবাদিক সরকার মাজহারুল মান্নান। এসময় মহিদেব যুব সমাজ উন্নয়ন সমিতির চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রজেক্টের প্রজেক্ট কো- অর্ডিনেটর মো: মাহমুদুল হাসান, টেকনিক্যাল অফিসার (ইয়ুথ লিড) মো: ইলিয়াস আলী ও যমুনা টিভির কুড়িগ্রাম স্টাফ রিপোর্টার নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন, বাল্য বিবাহ প্রতিরোধে আমাদের যে কাজটি করতে হবে তা হলো সামাজিক সচেতনতা। শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল, রাস্তাঘাট ও গণপরিবহনকে নারীবান্ধব ও যৌন হয়রানিমুক্ত করতে হবে। যৌতুক নিরোধ আইনে সাজার পরিমাণ বাড়িয়ে আইনকে যুগোপযোগী করার যে উদ্যোগ সরকার নিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে।

কর্মশালায় ভুরুঙ্গামারী, নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলার ৩৫ জন সাংবাদিক এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

এসএস

Wordbridge School
Link copied!