নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী কাজীপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।
শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখেন তারা। পরে পুলিশকে খবর দিলে টহলরত নৌ পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে রূপগঞ্জ থানায় নিয়ে যায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ২ দিন পূর্বে ওই ব্যক্তিকে হত্যার পর নদীতে ফেলে দেয়া হয়েছে। নিহতের হাত পা বাঁধা ছিলো। তার গলায় কলসি বাঁধা ছিলো। তাৎক্ষণিকভাবে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় সনাক্ত করা যায়নি।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।
এসএস