• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় আহত ইসলামি বক্তা সাইফুল্লাহ


টাঙ্গাইল প্রতিনিধি নভেম্বর ১৭, ২০২৪, ০৯:৫২ এএম
সড়ক দুর্ঘটনায় আহত ইসলামি বক্তা সাইফুল্লাহ

টাঙ্গাইল : সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। দুর্ঘটনায় তিনি বুকে, চোখে এবং পিঠে আঘাত পেয়েছেন।

শনিবার (১৬ নভেম্বর) রাতে টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

রোববার (১৭ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, শনিবার রাতে মাহফিল থেকে ফেরার পথে টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক পেছন থেকে তাকে বহনকারী গাড়িটিকে ধাক্কা দিলে তার গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এতে গাড়িতে থাকা মুহাম্মাদ সাইফুল্লাহ বুকে, চোখে এবং পিঠে আঘাত পান।

এতে আরও বলা হয়েছে, আল্লাহর অসীম দয়ায় তার জ্ঞান ফিরেছে। টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত ঢাকায় নেয়া হয়েছে। চোখের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। আল্লাহর মেহেরবানীতে এখন আশঙ্কামুক্ত আছেন। পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে।

এমটিআই

Wordbridge School
Link copied!