• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কুড়িগ্রামে কুয়াশা ও শীতের তীব্রতা বেড়েছে


কুড়িগ্রাম প্রতিনিধি নভেম্বর ১৭, ২০২৪, ১১:১৮ এএম
কুড়িগ্রামে কুয়াশা ও শীতের তীব্রতা বেড়েছে

কুড়িগ্রাম : কুড়িগ্রামে কুয়াশা ও ঠান্ডার তীব্রতা বেড়েছে। গতকাল শনিবার মধ্যরাত থেকে রোববার (১৭ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত কুয়াশায় ঢেকে ছিল বিস্তীর্ণ জনপদ। এ সময় বৃষ্টির মতো ঝড়তে থাকে কুয়াশা।

রোববার (১৭ নভেম্বর) সকাল ৭টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

দেখা গেছে, ঘন কুয়াশা থাকায় যানবাহনগুলো দিনের বেলাতেও হেড লাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে। কুয়াশার সাথে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন। ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বৃদ্ধিতে সময় মতো কাজে যেতে পারেনি অনেকে।

কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের ছত্রপুর এলাকার ছবরুল মিয়া বলেন, কয়েকদিন থেকে প্রচুর কুয়াশা পড়ছে। সাথে ঠান্ডাও অনেক অনুভূত হচ্ছে। এখনই যে কুয়াশা দেখছি, আরও তো দিন আছে।

ওই এলাকার দিনমজুর নামদেল আলী বলেন, গতকালের চেয়ে আজ একটু কুয়াশা কম। তার পরেও সকালে কুয়াশার কারণে রাস্তা দেখা যায় না। আমরা যারা দিন করে দিন খাই, আমাদের খুব সমস্যা হচ্ছে।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, গত এক সপ্তাহ থেকে এ অঞ্চলে  সর্বনিম্ন তাপমাত্রা ১৭-২১ ডিগ্রী সেলসিয়াস ওঠানামা করছে। তবে নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে ঠান্ডার তীব্রতা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এমটিআই

Wordbridge School
Link copied!