গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে রাস্তা পার হওয়ার সময়ে বাসের ধাক্কায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি।
রোববার (১৭ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এদিকে মাওনা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানাগেছে, রোববার সকালে অফিসে যাওয়ার উদ্দেশ্য রওনা দেন নিহত ওই নারী। পরে শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেতজুরি তুলাকাটা ইউটার্ন এলাকায় রাস্তা পার হওয়ার এক পর্যায়ে দ্রুতগতির একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, সকালে বাসা থেকে বের হয়ে কর্মস্থল পোশাক কারখানায় যাচ্ছিলেন ওই নারী। একপর্যায়ে তিনি তুলাকাটা ইউটার্ন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুত গতিতে ধেয়ে আসা একটি বাস ধাক্কা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, নিহতের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়েছেন। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আর/এসআই
আপনার মতামত লিখুন :