সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে চার শিশুকে দিনভর আটকে রেখে মারধরের ঘটনায় অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৬ নভেম্বর) রাতে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, চর গাছাবাড়ি গ্রামের মো. বেল্লালের ছেলে মো. মোন্নাফ (২৩), একই গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. হযরত (২৬) ও চর সয়দাবাদের মো. সবুজ (১৯)।
অপরদিকে মারধরে আহত শিশুরা হলেন, সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের চর গাছাবাড়ি গ্রামের মো. মোমিনের ছেলে মো. নূর ইয়ামিন (১০), একই গ্রামের সেরাজুল ইসলামের ছেলে মো. ইমরান ওরফে ইমন (১০), মো. মনিরুদ্দিনের ছেলে মো. জুনাইদ (১১) ও মো. নবীদুল মোল্লার ছেলে মো. শাহিন মোল্লা (১৩)।
জানা গেছে, গত সোমবার (১১ নভেম্বর) সকাল ৯টায় মোবাইল চুরির অপবাদ দিয়ে ওই চার শিশুকে তুলে নিয়ে যায় মোন্নাফ, হযরত ও সবুজ। এরপর দিনভর জঙ্গলের মধ্যে আটকে রেখে তাদের মারধর করে।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আহত শিশু মো. শাহীন মোল্লার মা সেলিনা খাতুন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরদিনই অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, মারধরের শিকার শিশুদের এক অভিভাবক মামলা দায়ের করেছেন। মামলার পরই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
এসএস