• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ ১৪৩১

বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকোর শ্রমিকদের মহাসড়ক অবরোধ


নিজস্ব প্রতিবেদক:  নভেম্বর ১৭, ২০২৪, ০৩:২৪ পিএম
বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকোর শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ঢাকা: বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড় অবরোধ করে বিক্ষোভ করছেন। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা শ্রমিকদের আশ্বস্ত করার চেষ্টা করছেন।

রোববার (১৭ নভেম্বর) চতুর্থ দিনের মতো গাজীপুর মহানগরীর কাশিমপুরের সারাবো এলাকার চক্রবর্তী মোড়ে এ বিক্ষোভ শুরু করেন তারা। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রায় ২২ হাজার শ্রমিক কাজ করেন বলে জানা গেছে।

সাভার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগত উল আলম বলেন, বেক্সিমকো শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছেন। তবে বিকল্প পথে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

বিক্ষোভে অংশগ্রহণকারী শ্রমিকরা জানান, বেতন পরিশোধ না করলে আন্দোলন চালিয়ে যাবেন তারা। যতদিন টাকা না পাব ততদিন বাসায় ফিরব না। আজকে নিয়ে চার দিন ধরে আন্দোলন করছি। কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করেনি।

এএইচ/আইএ

Wordbridge School
Link copied!