• ঢাকা
  • রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

ভাড়া বাসা থেকে রূপপুর প্রকল্পের দোভাষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি নভেম্বর ১৭, ২০২৪, ০৬:৪৮ পিএম
ভাড়া বাসা থেকে রূপপুর প্রকল্পের দোভাষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনা: পাবনার ঈশ্বরদীতে রহস্যজনকভাবে সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেঁচানো অবস্থায় মো. আকমল (৫২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। রোববার (১৭ নভেম্বর) সকালে ঈশ্বরদী পৌর এলাকার দড়িনারিচা থানাপাড়ার জনৈক আবদুল্লাহ আল মামুনের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আকমল ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বথ পালিগাঁও গ্রামের মৃত আব্দুল লতিফ এর ছেলে। তিনি ওই বাসায় ভাড়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের দোভাষী হিসেবে চাকরি করতেন।

এদিকে, জিজ্ঞাসাবাদের জন্য নিহত আকমলের তৃতীয় স্ত্রী শবনম মুশতারী স্বর্ণা (২৮) কে থানায় নিয়ে গেছে পুলিশ। তিনি তিনমাস আগে পরিবারের অমতে আকমল হোসেনকে বিয়ে করেন।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

এসএস

Wordbridge School
Link copied!