Menu
ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় ভলকানাইজিংয়ের দোকানের বয়লার বিস্ফোরনে সাব্বির হোসেন (২৪) নামের এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার (১৭ নভেম্বর) দুপুরে শহরের হামদহ এলাকায় রিপন দাসের ভলকানাইজিংয়ের দোকানে এ দুর্ঘটনা ঘটে।
সাব্বির হোসেন হামদহ গ্রামের বিপ্লব বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে সাব্বির হোসেন টায়ার মেরামতের কাজ করছিলেন। এ সময় টায়ার হিট দেওয়া সময় বয়লার মেশিন বিকট শব্দে বিস্ফোরন ঘটে। এতে দোকানের ভেতরে থাকা মিস্ত্রি সাব্বির মারাত্মকভাবে আহত হন। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা-আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।
এসএস
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT