• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

আশুলিয়ায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতাল মালিক গ্রেপ্তার


সাভার (ঢাকা) প্রতিনিধি নভেম্বর ১৮, ২০২৪, ০২:১৬ পিএম
আশুলিয়ায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতাল মালিক গ্রেপ্তার

ঢাকা: আশুলিয়ার নিউ পপুলার হাসপাতালে ভুয়া ডাক্তারের ভুল চিকিৎসায় পারভীন আক্তার নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় জড়িত থাকার দায়ে হাসপাতাল মালিক মুজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪ এর সদস্যরা।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে র‍্যাব-৪ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এরআগে গেল রাতে (রোববার দিবাগত) ধামরাই থেকে মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে র‌্যাব।

মুজিবুর রহমান (৫৫) আশুলিয়ার নাল্লাপোল্লা এলাকার মৃত ইসমাইল মিয়ার ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত ৬ অক্টোবর সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলেজপাড়া এলাকার নিউ পপুলার হাসপাতালে পারভীন বেগম নামে এক প্রসূতির সিজার করার সময় ভুল চিকিৎসায় সে মারা যায়। এই ঘটনায় স্থানীয়রা ও নিহতের স্বজনেরা প্রসূতির সিজার করা ডাক্তারকে আটক করে পুলিশে সোপর্দ করে। এসময় ওই চিকিৎসক স্বীকার করেন তিনি কোন চিকিৎসক নন, এইচএসসি পাশ করে তিনি দীর্ঘ দিন ধরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে অন্তত হাজারখানেক সিজার করেছেন। এই ঘটনায় নিহতের স্বজন বাদী হয়ে ওই ভুয়া চিকিৎসক ও হাসপাতাল মালিক মুজিবুর রহমানের নামে মামলা দায়ের করলে হাসপাতাল মালিক মুজিবুর রহমান গা ঢাকা দেয়। পরবর্তীতে রোববার দিবাগত রাতে ঢাকার ধামরাই থেকে গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতাল মালিক মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে র‍্যাব-৪ এর সদস্যরা।

এই/এসএস

Wordbridge School
Link copied!