• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মেহগনি গাছে ঝুলছিলো ঠিকাদারের মরদেহ, পকেটে চিরকুট


নাটোর প্রতিনিধি নভেম্বর ১৮, ২০২৪, ০৩:১৮ পিএম
মেহগনি গাছে ঝুলছিলো ঠিকাদারের মরদেহ, পকেটে চিরকুট

নাটোর: নাটোরের লালপুরে মজিবর রহমান (৫৫) নামে এক ঠিকাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) ভোরে লালপুর উপজেলার ফুলবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

মজিবুর রহমান জেলার বাগাতিপাড়া উপজেলার সুইতিরপাড়া গ্রামের মৃত. ধলু খানের ছেলে। তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ফজরের আযানের সময় মজিবুর রহমান বাড়ি থেকে বের হন। পরে সকালে উপজেলার ধুপইল এলাকায় বাবলু নামে এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির পাশে মেহগনি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহ উদ্ধার করেন। এসময় মৃত ব্যক্তির পকেট থেকে একটি চিরকুট পায় পুলিশ।

লালপুর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

এসএস

Wordbridge School
Link copied!