সিলেট: সিলেটে ৬০ প্যাকেট ভারতীয় কিসমিসসহ মো. মনির হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
মো. মনির হোসেন মাদারীপুরের শিবচর উপজেলার ইউনুছ মাতবরের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দুপুরে সিলেটের এয়ারপোর্ট থানাধীন বড়শালা বাইপাস পয়েন্ট সংলগ্ন রাস্তার পাশে চেকপোস্ট বসায় পুলিশ। এসময় কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী সাদা পাথর বাসে তল্লাশী করে মো. মনির হোসেনের কাছ থেকে ১টি প্লাষ্টিকের বস্তার ভিতরে ৬০ প্যাকেট ভারতীয় কিসমিস জব্দ করা হয়। যার ওজন ৩০ কেজি। যেগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এসএস