বরিশাল: বরিশালে এক নারীকে ধর্ষণ এবং হত্যার ঘটনায় দুই আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করারও নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: রকিবুল ইসলাম এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, বাবুগঞ্জের সয়ন চন্দ্র শীল ও সুমন ফকির। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১২ জানুয়ারি বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে নিজের ঘরেই ৩০ বছর বয়সী এক নারী ধর্ষণের শিকার হন। এরপর তাকে হত্যা করে মরদেহ ফেলে দেওয়া হয় পাশের সন্ধ্যা নদীতে। ঘটনার পর ভুক্তভোগীর ছেলে ইমরান হোসেন বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তের পর পুলিশের অভিযানে দুই আসামি, সয়ন চন্দ্র শীল এবং সুমন ফকিরকে গ্রেপ্তার করা হয়। পুলিশের অভিযোগ, তারা যৌথভাবে ধর্ষণ ও হত্যাকাণ্ডটি সংঘটিত করে।
এরপর মামলার প্রক্রিয়া শুরু হয় এবং ট্রাইব্যুনাল আদালতে দীর্ঘ দিন ধরে সাক্ষ্য গ্রহণ ও তদন্ত চলতে থাকে। আদালত অবশেষে নিশ্চিত হয় যে, আসামিরা নির্দোষ নন এবং তারা পূর্বপরিকল্পিতভাবে এই নৃশংস ঘটনা ঘটিয়েছে। রায়ের সময় বিচারক বলেন, এ ধরনের নির্মম অপরাধের শাস্তি অবশ্যই দৃষ্টান্তমূলক হতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটানোর আগে অপরাধীরা একবার ভাবেন।
এদিকে, মামলার বাদী ইমরান হোসেন রায় প্রসঙ্গে বলেন, আমার মায়ের হত্যার বিচার হয়েছে, আমরা সন্তুষ্ট। তবে আমি চাই, সমাজের প্রতিটি মানুষ নিরাপদ থাকুক, এমন একটি সুষ্ঠু পরিবেশ তৈরি হোক।
এসএস