• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সিলেটে বন্ধুর হাতে সাবেক ছাত্রদল নেতা খুন


সিলেট প্রতিনিধি নভেম্বর ১৮, ২০২৪, ০৮:১১ পিএম
সিলেটে বন্ধুর হাতে সাবেক ছাত্রদল নেতা খুন

নিহত মুমিন ও ঘাতক রাজু (সাদা শার্ট পরিহিত)

সিলেট: সিলেটের কানাইঘাটে বন্ধুর হাতে আব্দুল মুমিন (২৮) নামে এক ছাত্রদল নেতা খুন হয়েছেন। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কানাইঘাট পৌরসদরে আরেক ছাত্রদল নেতা তার রাজু আহমদ নামে বন্ধুর ক্ষুরের আঘাতে অধিক রক্তক্ষরণে তিনি মারা যান।

আব্দুল মুমিন কানাইঘাট পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও পৌরসদরের ধনপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে। তিনি ডিউ কোম্পানির কানাইঘাটের বিক্রয় প্রতিনিধি ছিলেন। অপরদিকে অভিযুক্ত রাজু পৌরসদরের দুর্লভপুর গ্রামের মৃত জাফর মিয়ার ছেলে।

জানা যায়, মুমিন ও রাজুর মধ্যে বন্ধুত্ব ছিলো। এর মধ্যে মুমিন একটি খাদ্যপণ্য কোম্পানির বিক্রয় প্রতিনিধি এবং রাজু স্থানীয় বাজারের মোবাইল ফোন ব্যবসায়ী। কিছুদিন আগে তাদের মধ্যে দ্বন্দ্ব লাগে। পূর্ব বিরোধের জের ধরে সোমবার সন্ধ্যার দিকে পৌরসদরে পয়েন্টে আল-আমিন ফার্মেসির সামনে তাদের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে রাজু ক্ষুর দিয়ে মুমিনের পেটে আঘাত করেন। এসময় প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলে রাজু পালিয়ে যান। পরে মুমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। 

এসএস

Wordbridge School
Link copied!