• ঢাকা
  • সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

বরগুনায় বিপুল পরিমাণ অবৈধ জাল, পলিথিন ও লেবেলবিহীন খাদ্য জব্দ


বরগুনা প্রতিনিধি নভেম্বর ১৮, ২০২৪, ০৮:২৪ পিএম
বরগুনায় বিপুল পরিমাণ অবৈধ জাল, পলিথিন ও লেবেলবিহীন খাদ্য জব্দ

বরগুনা: বরগুনার মাছ ধরার বিপুল পরিমাণ অবৈধ জাল, পলিথিন ও বিদেশি ও লেবেলবিহীন খাদ্য সামগ্রী জব্দ করেছে জেলা প্রশাসন ও মৎস বিভাগ। সোমবার (১৮ নভেম্বর) সকালে বিষখালী নদীর পাড় ফুলঝুরি বাজারে শান্তি পোদ্দার নামের এক ব্যবসায়ীর বাড়ি ও গোডাউনে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। 

জানা যায়, বিষখালী নদীর পাড় ফুলঝুরি বাজারে কারেন্ট জাল বিক্রি হয়, স্থানীয়দের এমন তথ্যে বরগুনার জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান করে। অভিযানে শান্তি পোদ্দারের বাড়ি ও গোডাউন থেকে জব্দকৃত জাল, পলিথিন ও অবৈধ খাদ্য সামগ্রী আগুনে পুড়িয়ে ফেলা হয়। অবৈধ ব্যবসায় সম্পৃক্ত থাকায় শান্তি পোদ্দারকে অর্থদন্ডের পাশাপাশি সশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী মেজিস্ট্রেট তরিকুল ইসলাম।

অভিযানের প্রথম শান্তি পোদ্দারের বাড়ি ও গুদাম থেকে এক লক্ষ মিটারের বেশি কারেন্ট জাল, চার হাজার মিটার চরগড়া জাল সহ বিপুল অবৈধ জাল জব্দ করা হয়।  যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা। পরে আগুনে পুড়িয়ে এসব অবৈধ জাল বিনষ্ট করা হয়। এসময় ২৮০ কেজি পলিথিনও জব্দ করে বিনষ্ট করা হয়। সেই সঙ্গে বিদেশি ও লেবেল বিহীন খাদ্যও নষ্ট করা হয়।  পরে অভিযুক্ত শান্তি পোদ্দারকে ৫৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ডে দন্ডে দন্ডিত করে ভ্রাম্যমাণ আদালত। 

এ বিষয়ে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মহসীন বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলঝুড়ি বাজারে জেলা প্রশাসন সহ আমরা অভিযান পরিচালনা করি। এসময় শান্তি পোদ্দারের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করি। পরে সেগুলো ‍পুড়িয়ে নষ্ট করা হয়।

এসএস

Wordbridge School
Link copied!