• ঢাকা
  • সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১
খুলনায় গোলটেবিল বৈঠকে বক্তারা

তরুণ সমাজ জেগে উঠলে তারা অনেক অসাধ্য সাধন করতে পারে


খুলনা ব্যুরো নভেম্বর ১৮, ২০২৪, ০৮:৩২ পিএম
তরুণ সমাজ জেগে উঠলে তারা অনেক অসাধ্য সাধন করতে পারে

খুলনা: খুলনায় নগরীর নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে ‘নগরে ন্যায়সঙ্গত অন্তর্ভুক্তিমূলক উত্তরণ এবং যুবসমাজ ভবিষ্যৎ খুলনা শহর কেমন দেখতে চায়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অনুষ্ঠিত। সোমবার (১৮ নভেম্বর) সকালে স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং সিয়াম যৌথভাবে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

বৈঠকে প্রধান অতিথি’র বক্তব্যে খুলনা সিটি কর্পোরেশনের সচিব শরীফ আসিফ রহমান বলেন, দেশকে উন্নয়নের শিখরে উন্নীত করতে হলে আজকের যুব সমাজকে মানব সম্পদ হিসেবে গড়ে তোলা দরকার। এজন্য সৎ ও যোগ্যদের নেতৃত্বে আনতে হবে।

তিনি বলেন, তরুণ সমাজ জেগে উঠলে তারা অনেক অসাধ্য সাধন করতে পারে। তাই তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। খুলনাকে দেশের শ্রেষ্ঠ নগরীতে পরিণত করতে হবে।

ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ-এর পরিচালক গাউস পিয়ারীর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. তুষার কান্তি রায় ও কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা। 

কেসিসি কর্তৃক নগরীতে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিবরণ তুলে ধরেন কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার। সঞ্চালনা করেন সিয়াম-এর নির্বাহী পরিচালক এ্যাড: মোঃ মাসুম বিল্লাহ এবং শুভেচ্ছা বক্তৃতা করেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের হেড অব প্রোগ্রাম সৈয়দা অনন্যা রহমান।

বৈঠকে স্থানীয় বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে খলিলুর রহমান, সাগরিকা আক্তার শান্তা, ডাঃ তাহমিদ মাসুদ, মাসুম বিল্লাহ, আবু বক্কার সিদ্দিক, সোমা আক্তার প্রমুখ নিজ নিজ মতামত তুলে ধরেন।

বক্তারা খুলনাকে স্বাস্থ্যসম্মত ও সৌন্দর্যমন্ডিত শহর হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

এসএস

Wordbridge School
Link copied!