• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল করিমন চালকের


ঝিনাইদহ প্রতিনিধি নভেম্বর ১৯, ২০২৪, ১১:৪৯ এএম
পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল করিমন চালকের

ফাইল ছবি

ঝিনাইদহ: ঝিনাইদহ সদরে সড়ক দুর্ঘটনায় আমিনুল ইসলাম লস্কর (৪১) নামের এক করিমন চালকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার পোড়াহাটি তিন মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আমিনুল ইসলাম হরিণাকুণ্ডু উপজেলার শ্রীফলতোলা গ্রামের সাত্তার লস্করের ছেলে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আমিনুল করিমন নিয়ে মাগুরার দিকে যাচ্ছিলেন পথিমধ্যে তিনমাইল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ ভ্যান করিমন গাড়ীতে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে করিমন চালক আমিনুল মারা যান। তিনি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালরে মর্গে প্রেরণ করা হয়েছে।

এসআই

Wordbridge School
Link copied!