সিলেট: সিলেটে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রধান আহ্বায়ক ও তার সহযোগীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯। মঙ্গলবার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিহুর রহমান সোহেল।
আটককৃতরা হলেন- সিলেট বিমানবন্দর আবাসিক এলাকার আয়েশ উদ্দিনের ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এয়ারপোর্ট থানার সহ-সভাপতি রাকিবুল হাসান নিরব (২৫) এবং কাকুয়ারপাড়ের পরিমল দেবনাথের ছেলে ও সহ-সাংগঠনিক সম্পাদক মিঠুন দেবনাথ (২৪)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মশিহুর রহমান সোহেল বলেন, গত ১৮ নভেম্বর সকালে সিলেট শহরে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের প্রধান আহ্বায়ক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানার সহ-সভাপতি রাকিবুল হাসান নিরব ও তার একজন সহযোগীকে সোমবার রাত ১১ টা ৪০ মিনিটের সময় এসএমপি সিলেট কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নাশকতা ও বিস্ফোরক মামলা রয়েছে। আসামিদের এসএমপি সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে সোমবার সকাল ৭টার দিকে কয়েকজন যুবক মুখে কালো মাস্ক পরে একটি ব্যানার নিয়ে পূর্ব দরগাহ গেট এলাকা থেকে মিছিল শুরু করেন। ব্যানারটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল। মিছিলে থাকা যুবকেরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে পূর্ব দরগাহ গেইট এলাকা থেকে শুরু করে ৪-৫ মিনিটের মধ্যেই চৌহাট্টা মোড়ে গিয়ে শেষ করেন।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে দলটির নেতা-কর্মীদের প্রকাশ্যে দেখা যায়নি। এ সময় তারা কোনো কর্মসূচিও পালন করেননি। দলটির সামনের সারির অধিকাংশ নেতাই এখন আত্মগোপনে আছেন। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার একাধিক মামলায় গ্রেপ্তারও হয়েছেন অনেকে।
এসএস
আপনার মতামত লিখুন :