• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সেন্টমার্টিনে পর্যটন নীতিমালা শিথিলের দাবিতে সড়ক অবরোধ


কক্সবাজার প্রতিনিধি নভেম্বর ১৯, ২০২৪, ০৩:৫৯ পিএম
সেন্টমার্টিনে পর্যটন নীতিমালা শিথিলের দাবিতে সড়ক অবরোধ

কক্সবাজার: সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের রাত্রিযাপন সীমিতকরণ ও ভ্রমণে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে উত্তাল হয়ে পড়েছে সেন্টমার্টিনে বসবাসরত বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে এগারোটা থেকে কক্সবাজার শহরের ডলফিনমোড়ে শতশত লোক এসে জড়ো হয়। একপর্যায়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করে তারা।  এতে ভোগান্তিতে পড়ে কক্সবাজারে ঘুরতে আসা হাজার হাজার পর্যটক ও স্থানীয়রা।

আনন্দোলনরতরা জানান, সেন্টমার্টিন নিয়ে বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে। যেখানে সরকার যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা সম্পূর্ণ বেআইনি। অতিবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে, সেন্টমার্টিনে বসবাসরত মানুষদের একযোগে মেরে ফেলা হোক।

টেকনাফ সরকারি কলেজের ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী ও সেন্টমার্টিনের বাসিন্দা সালা উদ্দিন সাজু জানান, মন্ত্রণালয়ের দেয়া নিষেধাজ্ঞার কারনে তারা নিয়মিত কলেজে যাতায়াত করতে পারছেন না। ফলে নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে তারা। তাই কাপনের কাপড় পড়ে রাস্তায় নেমেছে সবাই।

সেন্টমার্টিনে ক্ষুদ্র ব্যবসায়ী আহমেদ হোসেন জানান, পর্যটক আসলে তাদের পেটে ভাত যায়। কিন্তু সরকারের এমন নিষেধাজ্ঞা তাদের ফেলেছে মৃত্যুর কূপে।

আন্দোলনরত সেন্টমার্টিনবাসীরা জানান, যতক্ষণ না সরকারের পক্ষ থেকে তাদের দাবি মেনে নেয়া ও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। দরকার হলে তাদের মৃত্যু এই রাস্তায় হবে।

কলেজ পড়ুয়া শিক্ষার্থী মোঃ আয়াস জানান, সেন্টমার্টিনে এমন নিষেধাজ্ঞা তাদের গলাটিপে মেরে ফেলার মত। যেখানে তাদের পড়াশোনা থেকে শুরু করে সবকিছুতে বাধাবিপত্তির মধ্যে পড়ছে তারা।

এদিকে রাস্তা বন্ধ করার কারনে তীব্র যানজট তৈরী হয়। এতে ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ। সিলেট থেকে ঘুরতে আসা সোলাইমন শেখ জানান, পরিবার নিয়ে ৩ দিনের ছুটিতে তারা এসেছেন। কিন্তু গাড়ি থেকে নেমেই বিক্ষোভে মধ্যে পড়ে যাওয়ায় ভোগান্তি পোহাতে হয় তাদের।

চট্টগ্রাম বহদ্দারহাট থেকে আসা আসাদুজ্জামান নিলয় জানান, সোমবার তারা কক্সবাজার এসে আজকে মেরিন ড্রাইভ ঘুরতে যাচ্ছিলেন। পরে চাঁদের গাড়ি নিয়ে ডলফিন মোড় আসতে না পেরে আটকে যান।

এসএস

Wordbridge School
Link copied!