• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ঈশ্বরগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার


ময়মনসিংহ প্রতিনিধি নভেম্বর ১৯, ২০২৪, ০৪:৫৭ পিএম
ঈশ্বরগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি মোহাম্মদ বাদশা মিয়া (২৬) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে গৌরীপুর উপজেলার সানিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে র‌্যাবের মিডিয়া অফিসার নাজমুল ইসলাম জানান, চলতি বছরের ২৪ জুলাই এক নারীকে (১৯) গাজীপুর থেকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যাওয়ার পথে একা পেয়ে বাদশা মিয়া (১৮) ও শফিকুল ইসলাম (৪০) জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে শফিকুল ইসলাম মোটরসাইকেল নিয়ে এসে ওই নারীকে নাপতের বাজারে নামিয়ে দেয়। সেখান থেকে হেঁটে বাড়ীতে চলে যায় ভুক্তভোগী। বাড়ীতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের লোকজনের সাথে পরামর্শ করে তিনি বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলা দায়ের করেন। 

মামলার অন্যান্য আসামিদের ধরতে অভিযান চলছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা। 

এসএস

Wordbridge School
Link copied!