• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১
কালীগঞ্জে জিআর চাল কেলেঙ্কারি

খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির অভিযোগ


আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি নভেম্বর ১৯, ২০২৪, ০৫:০৫ পিএম
খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির অভিযোগ

লালমনিরহাট: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চাপারহাট বাজারে সরকারের বিশেষ খাদ্যবান্ধব কর্মসূচির (জিআর) চাল চুরি করে স্থানীয় পুরনো চাল মিশিয়ে নতুন বস্তায় বাজারজাত করার অভিযোগ উঠেছে মনিদুল ইসলাম ও তার ছেলে মো. হাবিব নামের দুই ডিলারের বিরুদ্ধে। স্থানীয়রা অভিযোগ করেছেন, এই অপকর্মের মাধ্যমে তারা লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।

সরেজমিনে অনুসন্ধানে চাপারহাট বাজারে গিয়ে দেখা যায়, সরকারি জিআর চাল বাজারের বিভিন্ন দোকানে বিক্রি করা হচ্ছে। ডিলার মনিদুল ইসলাম ও তার ছেলে মো. হাবিব পুরনো চাল মিশিয়ে নতুন বস্তায় ভরে তা উচ্চ মূল্যে বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তারা দাবি করেন, দুর্গাপূজায় মন্দিরে বরাদ্দকৃত ৪৬ টন জিআর চাল নিলামের মাধ্যমে ক্রয় করেছেন। তবে বৈধ কাগজপত্র দেখানোর অনুরোধে তারা তা প্রদর্শন করতে ব্যর্থ হন।

তবে ডিলারের দাবিকে মিথ্যা বলে চাপারহাট পূজা কমিটির সভাপতি ধনঞ্জয় রায় জানান, তাদের নামে করা বক্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। 

জেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দে (রুটিন দায়িত্ব) জানান, মনিদুল ইসলাম এবং মো. হাবিব কোনো অনুমোদিত ডিলার নন। সরকারি জিআর চাল চুরি ও বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ, এবং এ বিষয়ে যথাযথ প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা জানান, ডিলার মনিদুল ইসলাম ও তার ছেলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।  

এসএস

Wordbridge School
Link copied!