• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রেললাইন দিয়ে হাঁটছিলেন বৃদ্ধ, ট্রেনের ধাক্কায় গেল প্রাণ


পাবনা প্রতিনিধি নভেম্বর ১৯, ২০২৪, ০৫:২১ পিএম
রেললাইন দিয়ে হাঁটছিলেন বৃদ্ধ, ট্রেনের ধাক্কায় গেল প্রাণ

পাবনা: পাবনার চাটমোহরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৬০) এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের সিঙের জোলা সেতু এলাকায় এ ঘটনা ঘটে। 

এলাকাবাসীর তথ্য জানা গেছে, এদিন দুপুরে চাটমোহর স্টেশনের এক কিলোমিটার পশ্চিমে সিঙের জোলা সেতুর উপর দিয়ে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন। এসময় খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যক্তিটি সেতুর নিচে নদীতে পড়ে যায়। নদীর শ্রোতে ভেসে যাওয়ার মুহুর্তে স্থানীয় কৃষকরা তাকে উদ্ধার করে উপরে নিয়ে আসার পর মারা যান তিনি।

চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার দাস জানান, নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। যেহেতু ট্রেনের ধাক্কায় ব্যক্তিটি নিহত হয়েছে, তাই আমরা সিরাজগঞ্জ জিআরপি থানা পুলিশকে জানিয়েছি।

এসএস

Wordbridge School
Link copied!