• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বুড়িচংয়ে দেড় কোটি টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ, আটক ১


কুমিল্লা প্রতিনিধি নভেম্বর ১৯, ২০২৪, ১০:০০ পিএম
বুড়িচংয়ে দেড় কোটি টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ, আটক ১

কুমিল্লা: কুমিল্লার বুড়িচংয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৪৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে ৬০ বিজিবি। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে সীমান্ত পিলার প্রায় ২ কিলোমিটার ভেতরে জঙ্গলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এই মাদকদ্রব্যসহ এক মাদক চোরাকারবারীকে আটক করা হয়।

আটক মাদক চোরাকারবারী মো. জসিম উদ্দিন (৪২) কুমিল্লা সদর উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা।

বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় এক কোটি ৪৬ লক্ষ ৬০ হাজার টাকা। অভিযানে মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। 

বিজিবি জানিয়েছে, জব্দকৃত মাদকদ্রব্য ও আসামিকে ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত এলাকায় মাদক নিয়ন্ত্রণে বিজিবির এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসএস
 

Wordbridge School
Link copied!