• ঢাকা
  • বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

গাজীপুরে প্যাকেজিং কারখানায় আগুন, মালামাল পুড়ে ছাই 


গাজীপুর প্রতিনিধি নভেম্বর ২০, ২০২৪, ১২:২৯ পিএম
গাজীপুরে প্যাকেজিং কারখানায় আগুন, মালামাল পুড়ে ছাই 

ছবি : প্রতিনিধি

গাজীপুর: গাজীপুর মহানগরীর বাসন থানার আওতাধীন আধেপাশা এলাকায় একটি প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুন লেগে ওই কারখানার মূল্যবান অনেক মালামাল আগুনে পুড়ে পুড়ে ছাই গেছে। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বাসন মেট্রোপলিটন থানার আধেপাশা এলাকার ইন্টারপ্যাক লিমিটেড নামে একটি প্যাকেজিং কারখানায় এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে দীর্ঘ ৬ ঘণ্টার চেষ্টায় বুধবার (২০ নভেম্বর) সকালে আগুন নিয়ন্ত্রণে নেয়। 

এ বিষয়ে গাজীপুর চান্দনা চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, বিভিন্ন ধরনের ছাপার কাজ ও কার্টন তৈরি করা হতো ইন্টারপ্যাক নামে ওই প্যাকেজিং কারখানায়। হঠাৎ মঙ্গলবার রাত ২টার দিকে হঠাৎ কারখানা সংলগ্ন বিদ্যুতের খুঁটিতে ট্রান্সফরমারে স্পার্ক হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে কারখানার ভেতরে থাকা কাগজে লেগে আগুন দ্রুত পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ৩ টি ইউনিট নিয়ে ঘটনা স্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করেন। অবশেষে দীর্ঘ ৬ ঘটনা চেষ্টায় বুধবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে পৌছার পূর্বে ও আগুন নেভানোর সময়কালে ভয়াবহ আগুনের তীব্রতায় ওই কারখানার মালামাল, মেশিনপত্র, কাগজের বোর্ড, লাইনার ও মিডিয়াম পেপার রোল পুড়ে গেছে। তবে তদন্ত না করে আগুন লেগে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলা যাচ্ছে না। 

এসএম/এসআই

Wordbridge School

সারাদেশ বিভাগের আরো খবর

Link copied!