• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

স্ত্রীর মরদেহ নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় স্বামীর মৃত্যু


সাভার (ঢাকা) প্রতিনিধি নভেম্বর ২০, ২০২৪, ০৩:৪৭ পিএম
স্ত্রীর মরদেহ নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় স্বামীর মৃত্যু

সাভার: ঢাকার ধামরাইয়ে স্ত্রীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে লাশবাহী গাড়ি দুর্ঘটনায় স্বামী নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানান, ঢাকা মেডিকেল কলেজ থেকে অ্যাম্বুলেন্স যোগে স্ত্রীর মরদেহ নিয়ে যাবার সময় অ্যাম্বুলেন্সটি বাথুলী এলাকায় পৌঁছালে চাকা ফেটে মহাসড়কের পাশে গাছে ধাক্কা লাগে। এতে অ্যাম্বুলেন্সে থাকা স্বামী ফরিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হয়েছেন অ্যাম্বুলেন্সে থাকা আরও ৫ জন।

মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুপল রায় জানান, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দূর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্সটি উদ্ধারসহ মরদেহ উদ্ধার করেছে।

এই/এসএস

Wordbridge School
Link copied!