• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

জামালপুরে সাত বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্তের যাবজ্জীবন


জামালপুর প্রতিনিধি নভেম্বর ২০, ২০২৪, ০৪:১২ পিএম
জামালপুরে সাত বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্তের যাবজ্জীবন

জামালপুর: জামালপুরে সাত বছর বয়সী এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে শহিদ মিয়া (৪৩) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে আদালত।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো: শহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো: রেজাউল আমিন শামীম জানান, ২০১৬ সালের ২৭ এপ্রিল ভোরবেলা মেলান্দহ উপজেলার দিলালেরপাড়া গ্রামের এক দম্পতি তাদের সাত বছর বয়সী শিশু কন্যাকে ঘরে ঘুমন্ত অবস্থায় রেখে এক প্রতিবেশীর বাড়িতে ধান সিদ্ধ করতে যায়। এ সময় ঘরে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী শহিদ মিয়া ওই শিশুকে ঘুমন্ত অবস্থায় জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় ওই বাড়িতে গিয়ে তার বাবা-মাকে ঘটনাটি জানায়।

এরপর ওইদিনই শিশুর বাবা বাদী হয়ে মেলান্দহ থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।  ২০১৮ সালের ১২ মার্চ আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় দশ জন সাক্ষীর সাক্ষের ভিত্তিতে সন্দেহাতীতভাবে ধর্ষণের বিষয়টি প্রমাণিত হওয়ায় বিচার প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে আসামি শহিদ মিয়ার উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক। 

রায়ে আসামি শহিদ মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। শুরুতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহ মো: এনায়েত হোসেন। পরবর্তীতে নিয়োগপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো: রেজাউল করিম শামীম মামলাটি পরিচালনা করেন।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো: রফিকুল ইসলাম জুলহাস। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষ অসন্তুষ্টি প্রকাশ করে উচ্চ আদালতে আপীল করার কথা জানিয়েছে। 

এসএস

Wordbridge School
Link copied!