Menu
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুর পৌনে ১২টায় সদর উপজেলার ছোটহরণ এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন জানান, দুপুরে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন সদর উপজেলার ছোটহরণ এলাকায় পৌঁছানোর পর একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। উদ্ধারকাজ সম্পন্নের পর পুনরায় আপলাইনে ট্রেন চালানো হবে।
এসএস
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT