• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নড়াইলে শিশু হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন


নড়াইল প্রতিনিধি নভেম্বর ২০, ২০২৪, ০৬:৫৫ পিএম
নড়াইলে শিশু হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় শিশু শাহিন ফকির হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে, আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শাজাহান আলী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামের শিমুল মল্লিক (শিমুল মুন্সি), সৈয়দ লিটন, জাহিদুর রহমান মিঠু, সৈয়দ জাহাঙ্গীর এবং শামিমা বেগম।

জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর শাহিন ফকির (১০) নিখোঁজ হয়। পরে ৩০ সেপ্টেম্বর, তার পচাঁ-গলা মরদেহ উদ্ধার করা হয় লোহাগড়া উপজেলার কালাচাঁদপুর গ্রামের একটি পুকুর পাড়ের ময়লা আবর্জনার গর্ত থেকে। এ সময় অভিযোগ করা হয়, জমি-জমা নিয়ে বিরোধের কারণে তাকে হত্যা করা হয়েছিল এবং মরদেহ গুম করার চেষ্টা করা হয়।

এই ঘটনায় শাহিন ফকিরের চাচা মিজানুর ফকির ২০১৫ সালের ১ অক্টোবর লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আদালত পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা করেন।

এসএস

Wordbridge School
Link copied!