• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শুক্রবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎ


সিলেট প্রতিনিধি নভেম্বর ২০, ২০২৪, ০৭:৪৭ পিএম
শুক্রবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎ

সিলেট: জরুরী মেরামত এবং সংরক্ষণ কাজের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৬ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ৩৩/১১ কেভি উপশহর উপকেন্দ্র ও ৩৩/১১ কেভি এমসি কলেজ উপকেন্দ্রের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- বিতরণ লাইনের উন্নয়নমূলক কাজ, জরুরী মেরামত এবং সংরক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৬ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ৩৩/১১ কেভি উপশহর উপকেন্দ্রের উপশহর, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, মিরাবাজার, বিশ্বরোড, যতরপুর, মিরাবাজার, চালীবন্দর, কাষ্টঘর, কালীঘাট, মহাজনপট্রি, মাছিমপুর, সোনারপাড়া, মজুমদারপাড়া, খারপাড়া, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, মেন্দিবাগ, কুশিঘাট, সাদাটিকর এবং ৩৩/১১ কেভি এমসি কলেজ উপকেন্দ্রের টিবি হাসপাতাল, মিতালিটিলা, রায়নগর, রাজবাড়ী, নাইওরপুল, কুমারপাড়া, চারাদিঘীরপাড়, বারুতখানা, জিন্দাবাজার, কাজীটুলা, মিরবক্সটুলা, নয়াসড়ক, জেলরোড আরামবাগ, বালুচর, কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ সহ তৎসংলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জনগণের এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

এসএস

Wordbridge School
Link copied!