Menu
ঝালকাঠি: ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ও বিএনপির সাবেক নেতা মেজর (অব.) শাহজাহান ওমরের গাড়িতে ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। পরে তিনি রাজাপুর নিজ বাসভবনে অবস্থান নিলে থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে বরিশাল থেকে ঝালকাঠির রাজাপুরে যাওয়ার পথে পিংড়ী এলাকায় তার গাড়িতে হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, সাবেক এমপি শাহজাহান ওমরকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে বুধবার সন্ধ্যায় শাহজাহান ওমরের গোডাউনঘাট এলাকার বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের ইটপাটকেলে বাড়ির বাইরের অংশের তিনটি কাচের গ্লাস ভেঙে যায়।
এসএস
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT