সিলেট: জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযানে সিলেটে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় কসমেটিকস্ ও মাদকদ্রব্যসহ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন, জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী।
বিজিবি জানায়, গত সোমবার সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৯ বোতল ভারতীয় মদ, ২৫ ক্যান বিয়ার, ৯ টি ভারতীয় মহিষ ও গরু, ভারতীয় নিম্ন মানের ৫৮৫ কেজি চা-পাতা এবং ৪০০ কেজি ভারতীয় চিনি আটক করে। আটককৃত মাদকদ্রব্য ও মালামালের মোট বাজারমূল্য ১১ লাখ ২০ হাজার ৭৫০ টাকা।
মঙ্গলবার একই এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১০ হাজার ২৫০ পিস ভারতীয় কসমেটিকস্ (স্কীন শাইন ক্রিম), ৪ টি ভারতীয় গরু ও ২০০ কেজি ভারতীয় চিনি আটক করে। আটককৃত মালামালের বাজারমূল্য ৩৭ লাখ ৪২ হাজার টাকা।
লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী জানান, আটককৃত মাদকদ্রব্য ও মালামালের মোট বাজারমূল্য ৪৮ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা। আটককৃত মদ ও বিয়ার সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এবং অন্যান্য মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এআর