জামালপুর: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি তাজ উদ্দিন ফেন্সি (৫০) নিহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মাদারগঞ্জ পৌরসভার চাঁদপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাজ উদ্দিন ফ্যান্সি পৌরসভার বালিজুড়ী নামাপাড়া এলাকার মৃত লোকমান মন্ডলের ছেলে এবং তিনি পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে বিএনপির নেতা তাজ উদ্দিন ফ্যান্সি তার শ্যালকের সাথে মোটরসাইকেল যোগে বালিজুড়ী বাজার থেকে কামারিয়ারচর শশুরবাড়ি যাচ্ছিলেন। পথে বালিজুড়ী-জামথল সড়কের চাঁদপুর ব্রিজ এলাকায় পৌঁছলে অপর দিক থেকে আসা মাহিন্দ্র ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয় ফ্যান্সি। পরে স্থানীয়রা ফ্যান্সিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং মোটরসাইকেল চালক ফ্যান্সির শ্যালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মহেন্দ্র ট্র্যাক্টরসহ চালককে আটক করে। স্বজনরা নিহত ফ্যান্সির লাশ বাড়িতে নিয়ে গেছে। নিহতের পরিবার এখনো কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসআই