• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত


সিরাজগঞ্জ প্রতিনিধি  নভেম্বর ২৪, ২০২৪, ১১:১৫ এএম
সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ফাইল ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৪ নভেম্বর) সকালে ঢাকা-পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন, হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ।

নিহতরা হলেন, উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের মাটিকাটা গ্রামের মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২৫) ও শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের শফিকুল ইসলামের ছেলে নাইমুর রহমান (২২)।

এ প্রসঙ্গে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ মুঠোফোনে জানান, মোটরসাইকেলে করে দুজন উল্লাপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় পাবনা থেকে আসা ঢাকাগামী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান। হাইওয়ে পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আমি নিজেও সেখানে যাচ্ছি বলে জানান ওসি।

এসআই

Wordbridge School
Link copied!