• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

আশুলিয়ার তাজরীন ট্র্যাজিডির বারো বছর, ফুলে ফুলে শ্রদ্ধা


সাভার (ঢাকা) প্রতিনিধি নভেম্বর ২৪, ২০২৪, ০২:০২ পিএম
আশুলিয়ার তাজরীন ট্র্যাজিডির বারো বছর, ফুলে ফুলে শ্রদ্ধা

ঢাকা: আশুলিয়ার তাজরীন ফ্যাশন অগ্নিকাণ্ডের এক যুগ আজ। প্রতি বছরের ন্যায় এবছরও বিভিন্ন শ্রমিক সংগঠন ও নিহতদের স্বজনেরা সকাল থেকে আশুলিয়ার নিশ্চিন্তপুরে পুড়ে যাওয়া তাজরীন ফ্যাশন কারখানার ভবন চত্বরে ফুল দিয়ে সেদিনের অগ্নিকান্ডের ঘটনায় নিহত শ্রমিকদের স্বরণে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় কারখানা মালিক দেলোয়ার হোসেনসহ আগুনের ঘটনায় দায়ী সকলের শাস্তির দাবি জানান তারা।

রোববার (২৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার-আশুলিয়ার বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এসব কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি অংশ হিসেবে প্রথমে পুড়ে যাওয়া তাজরীন ফ্যাশন কারখানার সামনে স্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ফুল নিয়ে জড়ো হন। এসময় তাদের সাথে সেদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় আহত শ্রমিক ও নিহতদের স্বজন ছাড়াও শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় কর্মরত সাধারণ শ্রমিকরা যোগ দেন। পরে দীর্ঘদিন ধরে তালাবদ্ধ ফটকের তালা ভেঙে কারখানা চত্বরে প্রবেশ করেন তারা। এরপর পুড়ে যাওয়া তাজরীন ফ্যাশন কারখানার ভবন চত্বরে ফুল দিয়ে সেদিনের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানান তারা।

এদিকে, তাজরীন ট্র্যাজেডির ১ যুগ অতিবাহিত হলেও এখনো নিহত শ্রমিকদের স্বজন ও আহত শ্রমিকরা অভিযোগ করেন তারা পর্যাপ্ত ক্ষতিপূরণ পাননি এবং তাদের পুনর্বাসন করা হয়নি। ফলে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। এজন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন তারা।

তাজরীন ট্র্যাজিডির ১ যুগ পূর্তিতে শ্রদ্ধা জানাতে আসা শ্রমিক নেতা কেএম মিন্টু ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা নানা সময়ে তাজরীন গার্মেন্টসে আগুনের ঘটনায় দায়ী কারখানা মালিক দেলোয়ার হোসেনসহ দায়ীদের শাস্তি দাবি জানিয়ে আসছেন, তবে ১ যুগ পরেও তা সরকার বাস্তবায়ন করেনি। এজন্য অন্তরবর্তীকালীন সরকারের কাছে তাদের প্রত্যাশা দ্রুত কারখানা মালিক দেলোয়ার হোসেনসহ দায়ীদের শাস্তি নিশ্চিতের।

প্রসঙ্গত, ২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যার পর আশুলিয়া শিল্পাঞ্চলের নরসিংহপুরে তোবা গ্রুপের তাজরীন ফ্যাশনের কারখানায় আগুনের ঘটনা ঘটে। এতে ১১৭ জন শ্রমিক মারা যান এবং আহত হয় অন্তত ৩ শতাধিক শ্রমিক।

এসএস

Wordbridge School
Link copied!