দিনাজপুর: উত্তরের জেলা দিনাজপুরে আগেভাগেই পড়তে শুরু করেছে শীত। কয়েকদিনের তুলনায় সোমবার (২৫ নভেম্বর) তাপমাত্রা আরও কমেছে। যাতে শীতের মাত্রা অনেকটা বেড়েছে। শীতের কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
গত কয়েকদিন ধরেই হিলিতে শীত অনুভূত হচ্ছে। ভোর থেকে শুরু করে সকাল পর্যন্ত কুয়াশা পড়ছে। সকাল ৯টা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। আবার বিকালের পর থেকে কুয়াশা পড়ছে। সেই সঙ্গে শীত অনুভূত হচ্ছে।
দোকানি আফজাল হোসেন বলেন, দেশের অন্য অঞ্চলের তুলনায় উত্তরবঙ্গে শীত খানিকটা আগেভাগেই পড়ে। কিন্তু গতবারের তুলনায় এবার কিছুটা আগে থেকেই শীত অনুভূত হচ্ছে। সকালে সাইকেল নিয়ে দোকান খোলার উদ্দেশে বের হয়েছি, প্রচণ্ড কুয়াশা পড়ছে যার কারণে গা হাত পা সব ভিজে যাচ্ছে। গত বছরের তুলনায় এবারে কুয়াশার পরিমাণ বেশি। সেই সঙ্গে বেশি শীত অনুভূত হচ্ছে। এখনই যে শীত পড়তে শুরু করেছে তাতে সামনের দিকে আরও বেশি পড়বে বলে মনে হচ্ছে।
ভ্যানচালক ইলিয়াস হোসেন বলেন, সকাল বেলা এত পরিমাণ কুয়াশা পড়েছে, সড়কে ঠিকমতো কিছু দেখা যাচ্ছিল না। পাঁচ হাত দূরের জিনিস দেখা যাচ্ছে না কুয়াশার কারণে। একেতো কুয়াশা, তার মধ্যে শীতে ভ্যান চালাতে খুব ঠান্ডা লাগছে- গা হাত পা সব বরফ হয়ে যাচ্ছিল। এ ছাড়া শীতের কারণে জ্বর-সর্দি-কাশি তো লেগেই আছে।
আবহাওয়া অধিদফতর দিনাজপুরের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, দিনাজপুর অঞ্চলে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ ভাগ, বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় দুই কিলোমিটার। গতকাল যেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এম