• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সমাবেশে যোগ দিলে মিলবে সুদমুক্ত ঋণ, লক্ষ্মীপুর থেকে ঢাকামুখী শতাধিক নারী-পুরুষ আটক


রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা নভেম্বর ২৫, ২০২৪, ১২:৩৬ পিএম
সমাবেশে যোগ দিলে মিলবে সুদমুক্ত ঋণ, লক্ষ্মীপুর থেকে ঢাকামুখী শতাধিক নারী-পুরুষ আটক

লক্ষ্মীপুর : ঢাকায় সমাবেশে যোগ দিলেই মিলবে সর্বনিম্ন এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ—এমন প্রলোভনে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের শত শত নিরীহ নারী-পুরুষ, কিশোর-কিশোরীকে।

রোববার (২৪ নভেম্বর) রাতে কথিত সেই সমাবেশে যোগ দেওয়ার জন্য ঢাকায় যাত্রাকালে লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরে ৩ শতাধিক নারী-পুরুষ স্থানীয় জনতা ও পুলিশের হাতে আটক হন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কমলনগর থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল। পরে পুলিশ ৪টি মাইক্রোবাস, ৫টি বড় বাসসহ ১১ জনকে থানায় আটক করে তথ্য সংগ্রহ করা হচ্ছে।  

তবে স্থানীয়রা জানিয়েছেন, লক্ষ্মীপুরের বিভিন্ন স্থান থেকে আরও বিপুলসংখ্যক গ্রামের নারী-পুরুষ ঢাকা অভিমুখে ছুটে গেছে।  

সরেজমিনে দেখা যায়, স্থানীয় থানায় ৪টি মাইক্রোবাস, ৫টি বড় বাস আটক করে পুলিশ। প্রতিটি গাড়িতে নারী-পুরুষ ছিল। কোথায় যাচ্ছে, জানতে চাইলে গাড়িতে আটক থাকা ফরিদা বেগম জানান, তার বাড়ি চর মার্টিন। সবাইকে নিয়ে ঢাকায় যাচ্ছেন তিনি। সেখানে একটা সভা হবে, এ লক্ষ্যে ফর্ম পূরণ করেছেন তিনি। সভা সফল হলে ১ লাখ টাকা করে ঋণ পাবেন তারা।

তিনি আরও জানান, ‘উম্মে হানি নামক জনৈক নারী তাকে দায়িত্ব দিয়েছে। গাড়িতে জন প্রতি ভাড়া ১ হাজার টাকা করে নিয়েছে।‘ এ সময় গাড়িতে থাকা নারী-পুরুষগুলো বেশির ভাগই বয়স্ক, বৃদ্ধ দেখা যায়।

রাশেদ নামের আরেক ব্যক্তি জানান, ১ লাখ টাকা লোন দেবে, তাই ঢাকা যাচ্ছেন তারা। তার বাড়ি তোরাবগঞ্জের ৮নং ওয়ার্ড। অন্যরা জানান, তারা সবাই ঢাকা যাচ্ছে, সংস্থা কিস্তি দিবো, ফর্ম পূরণ করেছে।

থানায় আটক মো.শাহাবুদ্দিন জানান, দেড় মাস আগে তিনি ফর্ম পূরণ করেন, ঢাকা গিয়ে আন্দোলন করলে সরকার তাদের ১ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ দেবে। তিনি মিজান নামক এক ব্যক্তির মাধ্যমে ২টি মাইক্রোবাসে নারী-পুরুষ নিয়ে ঢাকায় রওয়ানা হন। পরে স্থানীয়রা তাদের আটক করেন পুলিশে দেন।

উপজেলার করইতোলা বাজার ব্যবসায়ী ও সাধারণ সম্পাদক মো.নুর আলম মোরশেদ জানান, হঠাৎ খবর পেলাম কিছু লোক গাড়ি করে ঢাকায় যাচ্ছে। তখন বাজারে দেখি দুটি গাড়ি (ঢাকা এক্সপ্রেস, বৈশাখী), দুটি মাইক্রোবাসে প্রায় ১০০-১৫০জন লোক রয়েছে। তাদের আটক করে জানতে চাইলে তারা জানান, কে বা কারা তাদের দিয়ে ফর্ম পূরণ করিয়েছে যে, ঢাকা গিয়ে আন্দোলন করলে ১ লাখ টাকা করে ঋণ দেওয়া হবে, কোন কিস্তি বা সুদ নেবে না। তারা সবাই খেটে খাওয়া সাধারণ লোক। পরে পুলিশে খবর দেয়া হয়। সেনাবাহিনী এসে তাদের আটক করে থানায় নিয়ে যান।

স্থানীয়রা জানান, কিছু সরকার বিরোধী প্রতারক চক্র রাতের আধারে লুকিয়ে লুকিয়ে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। যাদের ঋণের প্রলোভন দেখিয়ে ঢাকায় নেয়া হচ্ছে। বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে এদের নেয়া হচ্ছে। জনতার হাতে প্রায় ৩ শতাধিক নারী-পুরুষ গাড়ি, মাইক্রোবাসসহ আটক হয়েছে। এদের বেশির ভাগই বয়স্ক, বৃদ্ধ, খেটে-খাওয়া সাধারণ শ্রমিক-কৃষক-দিনমজুর মানুষ রয়েছে।

কমলনগর থানা ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, সরকারকে বিব্রত করতে ও ষড়যন্ত্রে ফেলতে কুচক্রী মহল নারী-পুরুষের সমাবেশ করতে ঢাকায় যাওয়ার সময় জনতার হাতে ৪টি মাইক্রোবাস, ৩টি বড় বাসসহ ৩ শতাধিক মানুষ আটক হন। পরে বাস-মাইক্রোসহ ১১ নারী-পুরুষকে আটক করে থানায় রেখে তথ্য উদ্‌ঘাটন করার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, খোঁজ নেয়া হচ্ছে, কারা এদের ঢাকায় নিচ্ছে।

রামগতি থানা ইনচার্জ(ওসি) মো.কবির হোসেন জানান, গতকাল রাতে ২টা গাড়িসহ ৪২জন নারী-পুরুষ আটক করা হয়েছে। প্রতারক চক্রের মুলহোতাদের বের করার চেষ্টা চলছে।

এমটিআই

Wordbridge School
Link copied!