• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

জাবি শিক্ষার্থী রাচি নিহতের ঘটনায় অভিযুক্ত অটোরিকশাচালক গ্রেপ্তার


সাভার (ঢাকা) প্রতিনিধি নভেম্বর ২৫, ২০২৪, ০২:০১ পিএম
জাবি শিক্ষার্থী রাচি নিহতের ঘটনায় অভিযুক্ত অটোরিকশাচালক গ্রেপ্তার

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ৫৩ তম ব্যাচের শিক্ষার্থী আফসানা করিম রাচি নিহতদের ঘটনায় অভিযুক্ত অটোরিকশাচালক আরজু মিয়া (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২৪ নভেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার সকালে তাকে ৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আরজু মিয়া আশুলিয়ার গেরুয়া এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আশুলিয়া থানা পুলিশ জানায়, গত ১৯ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে ৫৩ তম ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচিকে দ্রুতগতির একটি অটোরিকশা ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন৷

এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আবু সৈয়দ বাদী হয়ে অজ্ঞাত এক চালককে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন৷ পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার দিবাগত ভোর রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকা থেকে অভিযুক্ত অটোরিকশাচালক আরজু মিয়াকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) অলক কুমার দে জানান, গ্রেপ্তারকৃত অটোরিকশাচালককে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ওই অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

এই/এসএস

Wordbridge School
Link copied!