• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সাভারে তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযান


সাভার (ঢাকা) প্রতিনিধি নভেম্বর ২৫, ২০২৪, ০৩:২২ পিএম
সাভারে তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযান

ঢাকা: সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এসময় ৩টি পয়েন্টে ২ কিলোমিটার এলাকা জুড়ে ৩ শতাধিক বাসাবাড়ি ও একটি অবৈধ মশার কয়েল কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়। এছাড়াও এসময় অবৈধ সংযোগ নেয়ার অভিযোগে ওই অবৈধ মশার কয়েল কারখানাটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিতাসের সাভার জোনাল অফিসের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে সাভার পৌরসভার দক্ষিণ রাজাশনের পলাশ মার্কেট এলাকায় চলে এ অভিযান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় জানান, উচ্চ চাপ বিশিষ্ট গ্যাস সংযোগ থেকে অতন্ত ঝুকিপূর্ণ ভাবে অসংখ্য বাসা-বাড়িতে দুই ইঞ্চি এমএস পাইপ দিয়ে এ সংযোগগুলো নেওয়া হয়। যা খুবই ঝুকিপূর্ণ। তিতাস কর্তৃপক্ষের নিয়মিত কাজের অংশ হিসেবে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

নির্বাহী মাজিস্ট্রেট আরও জানান, অতীতেও এরকম অভিযান চালানো হয়েছে এবং এমন অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


এই/এসএস

Wordbridge School
Link copied!