ঝালকাঠি: ঝালকাঠি সদর হাসপাতালে গাইনী ওয়ার্ডের পূর্ব পাশের দেয়ালের বাইরের ড্রেন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে ড্রেন থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে নবজাতকের মরদেহটি উদ্ধার করে।
হাসপাতালের রোগী ও স্বজনরা জানান, ড্রেনের উপর গলায় ওড়না প্যাচানো একটি নবজাতক দেখতে পাই। পরে থানা পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায়। তবে নবজাতকের বয়স ৮ মাস হবে।
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শামিম আহমেদ বলেন, হাসপাতালে গত ১ মাসে কোন ডেলিভারি রোগী রেকর্ডে নাই। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। তারা এসে উদ্ধার করেছে।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, নবজাতকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এসএস