• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সিরাজগঞ্জে ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রলীগ নেতার পদত্যাগ


সিরাজগঞ্জ প্রতিনিধি নভেম্বর ২৫, ২০২৪, ০৮:২৯ পিএম
সিরাজগঞ্জে ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রলীগ নেতার পদত্যাগ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে সামা‌জিক যোগা‌যোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন মো. রাজু খান নামের এক নেতা।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লেখা একটি পত্রে এই ঘোষণা দেন রাজু খান।  তিনি রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) পদে ছিলেন।

পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত সমস্যার কথা লি‌খে‌ছেন তিনি। যা বিকাল থে‌কে সামাজিক যোগা‌যোগ মাধ্যম ফেসবু‌কে ছ‌ড়ি‌য়ে পড়‌লে এলাকা জু‌ড়ে চাঞ্চল্যকর সৃ‌ষ্টি ক‌রে‌ছে।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে মো. রাজু খান বলেন, সরকার পতনের পর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক আত্মগোপনে রয়েছেন। এ অবস্থায় পদত্যাগপত্রটি তাদের হাতে পৌঁছানো সম্ভব হয়নি। এজন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পদত্যাগপত্রটি পোস্ট করেছি।

এসএস

Wordbridge School
Link copied!