• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

গাজীপুরে বনভূমি উদ্ধার অভিযানে হামলা, এসিল্যান্ডসহ আহত ১০


গাজীপুর প্রতিনিধি নভেম্বর ২৬, ২০২৪, ০৭:৪৩ পিএম
গাজীপুরে বনভূমি উদ্ধার অভিযানে হামলা, এসিল্যান্ডসহ আহত ১০

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে সরকারি বনভূমি দখল করে রাখা জমিদখলকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে বন বিভাগ ও উপজেলা প্রশাসন। এ সময়ে  অবৈধভাবে জমি দখলকারীরা অতর্কিত ভাবে হামলা চালিয়েছেন অভিযানে অংশগ্রহণকারীদের উপর।  হামলায় এসিল্যান্ডসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। একই সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িসহ তিনটি গাড়ি ও দুটি এক্সকেভেটর ভাঙচুর করা হয়েছে। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার ইজ্জতপুর এলাকায় অভিযান চলাকালে এ ঘটনা ঘটে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়।

এ দিকে উপজেলা প্রশাসনের অফিস সূত্রে আরও জানা গেছে, মঙ্গলবার বিকেলে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, আনসার, বনকর্মী ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে উচ্ছেদ অভিযান শুরু করে বন বিভাগ। অভিযানে ওই এলাকার কয়েক একর বনভূমি উদ্ধার ও বনের জায়গাতে গড়ে তোলা শতাধিক অবৈধ্য স্থাপনা এক্সকেভেটর মেশিনের (ভেকু) সাহায্যে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। পরে অভিযান শেষে ফেরার পথে হঠাৎ বনের জায়গা দখলকারীরা একত্রিত হয়ে উপজেলা প্রশাসনের ওপর হামলা চালায়।

এ সময়ে অবৈধভাবে বনভূমি দখলকারীদের ছোঁড়া ইটের আঘাতে শ্রীপুরের সহকারী কমিশনার (এসিল্যান্ড) আতাহার শাকিল, ইউএনওর গাড়িচালক আব্দুল হানিফ, স্টাফ আশিকুর রহমান, রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তার গাড়িচালক লিটন, এক্সকেভেটর মেশিনের অপারেটর মো. রাসেল ও মো. হাকিমুল্লাহসহ অন্তত ১০জন আহত হয়। এ ঘটনায় দুই হামলাকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজিব আহমেদ বলেন, হামলায় সম্পৃক্ত কয়েকজনের নাম আমরা পেয়েছি। এদের মধ্যে সিরাজুল, তার ছেলে মাসুদ, তার বোন, স্ত্রী, মেয়ে শারমিন রয়েছে। বাকিদেরও পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। 

এসএস

Wordbridge School
Link copied!