• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

পাবনায় কার্বন উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা


পাবনা প্রতিনিধি নভেম্বর ২৬, ২০২৪, ০৭:৫৫ পিএম
পাবনায় কার্বন উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা

পাবনা: পাবনার আটঘরিয়ায় পাটকাঠি থেকে কার্বন উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে এক লাখ দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা এবং পরিবেশের ক্ষতিসাধন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ছাড়পত্র নবায়ন না থাকায় তাদের এই জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আটঘরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী। এসময় পাবনা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মোমিন উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মোমিন জানান, আটঘরিয়া উপজেলার চকচৌকিবাড়ী পরানপুর গ্রামে জয়া কোম্পানি লিমিটেড এবং বেলদহ গ্রামে ক্যাপ্টেন চারকোল লিমিটেড পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে কয়েক বছর ধরে বিপুল পরিমাণ পাটকাঠি পুড়িয়ে পরিবেশের ক্ষতিসাধন করে আসছিল। এছাড়া, উভয় প্রতিষ্ঠানেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ছাড়পত্র নবায়ন ছিল না।

এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালতে জয়া কোম্পানি লিমিটেডকে ১০ হাজার টাকা এবং ক্যাপ্টেন চারকোল লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। সেইসাথে বৈধ কাগজপত্র না হওয়া পর্যন্ত কোম্পানি বন্ধ থাকার নির্দেশ দেওয়া হয়।

এসএস

Wordbridge School
Link copied!