সাভার: তিন মাসের মধ্যে বকেয়া বেতন পরিশোধের বেপজা কর্তৃৃপক্ষের আশ্বাসে নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে লেনী ফ্যাশন ও লেনী এ্যাপারেলসের শ্রমিকরা। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৮টা থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কের ডিইপিজেডের সামনে অবরোধ শুরু করেন শ্রমিকরা।
এর আগে প্রায় ৫ বছর আগে কোভিডের সময়ে বন্ধ হওয়া কারখানাটির সাড়ে সাত হাজার শ্রমিক পাওনা বেতনের দাবীতে সড়ক অবরোধ করে পুরাতন ডিইপিজেডের মূল ফটকের সামনে অবস্থান নেয়। বুধবার দুপুরে শ্রমিকদের প্রতিনিধিদের সাথে বেপজা কর্তৃপক্ষের আলোচনায় আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দেয়া হলে শ্রমিকরা প্রথমে রাজী না হলেও পরে বিকেল ৪টার দিকে মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেওয়ায় যান চলাচল শুরু হয়েছে।
এসএস