• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে লালমনিরহাটে মানববন্ধন


লালমনিরহাট প্রতিনিধি নভেম্বর ২৭, ২০২৪, ০৭:২৯ পিএম
কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে লালমনিরহাটে মানববন্ধন

লালমনিরহাট: চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল ও নিরীহ কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে লালমনিরহাটে মানববন্ধন করেছে চাকরিচ্যুত বিডিআর ও তাদের স্বজনরা। 

বুধবার (২৭ নভেম্বর) সকালে জেলা শহরের মিশন মোড় গোল চত্বরে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য ছাড়াও তাদের পরিবার-পরিজন ও সন্তানরা অংশ নেন। এসময় মানববন্ধনে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন চাকরিচ্যুতদের চাকরি ফেরত দেওয়ার দাবি জানান।

সাবেক সিপাহী মনির উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সিপাহী সাইফুল ইসলাম, সিপাহী নুরুজ্জামান আহমেদসহ অন্যান্য সদস্যরা। 

বক্তারা বলেন, ২০০৯ সালে পিলখানায় ইতিহাসের বর্বরোচিত এই নরকীয় হত্যাকাণ্ড দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছিল। তৎকালীন খুনি হাসিনা সরকার বিদেশি অপশক্তির সহযোগিতায় ব্যক্তিগত ক্ষমতা হাসিলের উদ্দেশ্যে বিডিআর জওয়ানদের ওপর জেল-জরিমানাসহ চাকরিচ্যুত করে। বিডিআর জওয়ানদের ওপর কলঙ্কের দাগ লাগিয়ে দেয়। যার পরিপ্রেক্ষিতে ১৮ হাজার বিডিআর সদস্য ও তার পরিবার আজও অসহায় মানবেতর জীবনযাপন করছেন। তারা বলেন, পিলখানার ঘটনার পুনঃতদন্ত করে সঠিক বিচার এবং যেসব নিরপরাধ জওয়ানরা চাকরি হারিয়েছে তাদের পুনর্বহালের দাবী জানান। 

এসএস

Wordbridge School
Link copied!