• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ


পঞ্চগড় প্রতিনিধি নভেম্বর ২৮, ২০২৪, ১২:৫৫ পিএম
পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ

পঞ্চগড়: পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে।  বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোর ৬টায় জেলায় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়।

পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, প্রতিদিন সন্ধ্যার পর থেকে কুয়াশা শুরু হয়। ভোরের দিকে ঘন কুয়াশা থাকে। উত্তরের বাতাস না থাকায় শীতের তীব্রতা তেমন নেই।

বুধবার রাতের গড় তাপমাত্রা বৃহস্পতিবার সকাল ৯টায় রেকর্ড করা হয়েছে। চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ১২ দশমিক ২ ডিগ্রি ছিল। ধীরে ধীরে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। বাড়তে পারে শীতের তীব্রতা।

এদিকে ভোর থেকে বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, কুয়াশা ভেদ করে সূর্যের কিরণ ছড়ালেও কনকনে শীত অনুভূত হচ্ছে। তবে শীত উপেক্ষা করেই নিজ নিজ কর্মে যেতে দেখা গেছে পাথর শ্রমিক, দিনমজুর, চা শ্রমিকসহ বিভিন্ন শ্রমজীবী মানুষদের।

হিমালয় পর্বতমালার কাছাকাছি হওয়ায় পঞ্চগড়ে প্রতিবছরই শীতের তীব্রতা বেশি থাকে। মৌসুম জুড়ে প্রায় দিনই তাপমাত্রার পারদ থাকে দেশের সর্বনিম্ন। এবছরও কমতে শুরু করেছে তাপমাত্রা। 

এসএস

Wordbridge School
Link copied!