• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

প্রেমিককে নিয়ে স্বামীকে খুন: স্ত্রীসহ তিনজনের ফাঁসির আদেশ


সিলেট প্রতিনিধি নভেম্বর ২৮, ২০২৪, ০৮:১৭ পিএম
প্রেমিককে নিয়ে স্বামীকে খুন: স্ত্রীসহ তিনজনের ফাঁসির আদেশ

খুশনাহার ও তার প্রেমিক মাহমুদুল হাসান

সিলেট: সিলেটের জাফলংয়ে স্বামীকে খুনের দায়ে স্ত্রী, কথিত প্রেমিক ও তার সহযোগীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক শায়লা শারমিন এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- খুশনাহার (২২), মাহমুদুল হাসান (২২) ও নাদিম আহমদ নাইম (১৯)। আর নিহত আল ইমরান কিশোরগঞ্জের নিকলির গুরই ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী মো. জালাল উদ্দীন জানান, রায়ের সময় আসামির আদালতে উপস্থিত ছিলেন। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত আরেক আসামি আব্দুর রকিব নাবালক হওয়ায় তার বিচারকার্য শিশু আদালতে হচ্ছে। এ রায়ে আমরা সন্তুষ্ট।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৬ এপ্রিল গোয়াইনঘাটে রিভারভিউ হোটেলের ড্রেনে আল ইমরান নামের এক পর্যটকের মরদেহ পাওয়া যায়। পরে লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর পালিয়ে যায় তার স্ত্রী খুশনাহার বেগম।

পুলিশ আরও জানায়, সে সময় স্ত্রীসহ সিলেটের জাফলং বেড়াতে এসে স্থানীয় রিভারভিউ আবাসিক হোটেলে ওঠেন ইমরান। নিহতের স্ত্রীর সঙ্গে মাহমুদুল হাসান নামে এক যুবকের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এরই জের ধরে আল ইমরানকে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তারা।

হত্যাকাণ্ডের পর নিহতের পিতা বাদী হয়ে গোয়াইনঘাট থানা একটি মামলা দায়ের করেন। পরে কথিত প্রেমিক মাহমুদুল হাসান ও তার সহযোগী নাদিমকেও গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এসএস

Wordbridge School
Link copied!