• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

মাদারগঞ্জে শ্মশানের জমি দখল, কেটে ফেলা হলো ২৫ বছরের পুরাতন বটগাছ


জামালপুর প্রতিনিধি নভেম্বর ২৮, ২০২৪, ০৮:২১ পিএম
মাদারগঞ্জে শ্মশানের জমি দখল, কেটে ফেলা হলো ২৫ বছরের পুরাতন বটগাছ

জামালপুর: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একটি শ্মশানের জমি দখল ও বটগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে আবুল মনসুর হেলাল নামে এক ব্যক্তির বিরদ্ধে। এ বিষয়ে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন পৌরসভার গাবেরগ্রাম ঝালোপাড়া এলাকার শ্রী রাখাল চন্দ্র বিশ্বাস নামে এক ব্যক্তি।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ পৌরসভার গাবেরগ্রাম ঝালোপাড়া এলাকার শ্মশানটি ২০০ বছরে পুরোনো। ১৯৯৭ সালে শ্মশানের জায়গাটি ক্রয় করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন। এরপর থেকে তারা মৃতদেহ দাহ করার জন্য শ্মশানটি ব্যবহার করছেন। ওই শ্মশানে ২৫ বছর আগে একটি বটগাছ রোপন করে তারা। কিন্তু কিছু দিন আগে পৌর এলাকার চাঁদপুর গ্রামের আবুল মনসুর হেলাল নামে এক ব্যক্তি জায়গাটি তার নিজের দাবি করে সেখানে ইটের দেওয়াল নির্মাণ শুরু করে। এতে তারা বাধা দিলে তিনি দেওয়াল নির্মাণের কাজ স্থগিত রাখেন।

রাখাল চন্দ্র বিশ্বাস জানান, বৃহস্পতিবার সকালে শ্মশানের বটগাছ কাটার খবর পেয়ে এসে দেখেন গাছের গোড়া কেটে ফেলা হয়েছে। এতে তার হৃদয় ভেঙে গেছে। তিনি আরও জানান, ১৯৯৭ সালে আবুল মনসুর হেলালের শ্বশুর গাবেরগ্রাম এলাকার মৃত সোলায়মান সরকারের কাছ থেকে তারা শ্মশানের জমি ক্রয় করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ জানান, অভিযুক্ত ব্যক্তি ফোনে তাকে জানিয়েছেন, যেখানে গাছ ছিলো সেই জায়গাটি তার নিজের। তাকে জমির কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে। তাকে কাটা গাছটি সরিয়ে নিতেও নিষেধ করা হয়েছে।

জানতে চাইলে অভিযুক্ত আবুল মনসুর হেলাল সাংবাদিকদের জানান, শ্মশানের যে জায়গা থেকে গাছ কাটা হয়েছে সেটি তার নিজের জমি।

এসএস

Wordbridge School
Link copied!